আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে সুজন’র মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
গত ১৩ অক্টোবর কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়। পরবর্তীতে এই ঘটনার সূত্র ধরে সারাদেশের বিভিন্ন জেলায় মন্দির, বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং হিন্দু ধর্মাবলম্বী অনেকের ওপর শারীরিক হামলা চালানো হয়। ফেসবুকে ধর্ম অবমাননা করা হয়েছে, এমন অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা এবং লুটপাট চালানো হয়। দেশের কোথাও কোথাও হামলা ও পুলিশের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন নিহতও হন।
”সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে  সুশাসনের জন্য নাগরিক সুজন এর উদ্যোগে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। ২৩ শে অক্টোবর শনিবার সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সুশাসনের জন্য নাগরিক সুজন ও (জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বিকশিত নারী নেটওয়ার্ক) এর সহায়তায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম খান,  সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সারারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ মোঃ আশ্রাফ উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ ফারুকুজ্জামান,সহকারী অধ্যাপক চিত্র রঞ্জন বর্মন, দি হাঙ্গার প্রজেক্টের কিশোরগঞ্জ জেলার সমন্বয়ক পলাশ কার্ন্তি পাল,সংগঠনের সদস্য সাংবাদিক শফিক কবীর প্রমুখ।
ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ
০১৭১০০৯৬৭২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category