প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৫:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে ২৮৫ পিস ইয়াবা’সহ নারী ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৮৫ পিস ইয়াবাসহ সালমা বেগম (৩০) নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম তারাপাশা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ী সালমা বেগম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সন্দিকোনা ইউনিয়নের চেংজনা গ্রামের আব্দুল মোন্নাফের স্ত্রী।
লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, সালমা বেগম একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম রোববার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম তারাপাশা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ২৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সালমা বেগমকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 Pratidin Sangbad. All rights reserved.