আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জে এবার ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত
হয়েছে। আজ শনিবার (০৫ নভেম্বর) সকালে জেলা সমবায় কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয় ।জেলা বহুমখী সমবায় সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার উম্মে মরিয়ম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যডভোকেট কামরুল আহসান শাহজাহান,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল। সমবায়ের পরিদর্শক পারভেজের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, বীরমুক্তিযোদ্ধা আ.মান্নান, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, সমবায়ী রেজাউল করীম,আবু সালেহ মোঃ ওমর ফারুক প্রমুখ। এর আগে অতিথিগণ জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় সংগীতের মাধ্যমে সমবায় পতাকা উত্তোলন করেন।

এ সময় সমবায় কর্মকর্তাগণ, সমবায়ীগণ, বীরমুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, সমবায় সংগঠনের প্রতিনিধিগণ, প্রিন্ট ইলেক্টনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিগগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ