প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৯:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২১, ৫:২৮ অপরাহ্ণ
আধুনিকতার সাথে সেফ রান্নাঘর তৈরি করতে হ্যাফেলের জুড়ি মেলা ভার

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি দেখা গেছে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে ইন্টিরিয়ার ডিজাইন দিয়ে সবাই দৈনন্দিন ভাবে চিন্তিত আছে কিভাবে তারা নিজেদের অন্দরসজ্জা কে আরো সুসজ্জিত করে তুলবে সেই নিয়ে । তারমধ্যে রান্নাঘরের অন্দরসজ্জা হতে হয় হাইজেনিক এবং সেফ। বাড়ির ছেলেমেয়েরা এবং বাকি সদস্যরা তাদের গুরুত্বপূর্ণ সময় খাওয়া-দাওয়া ও রান্নাঘরেই বেশি সময় কাটায় । সে ক্ষেত্রে রান্নাঘরকে আরো সুসজ্জিত করে তুলবার জন্য হ্যাফেলে প্রস্তুত করেছে রিয়েল এস্টেটের দাম এবং কম জায়গার সাথে , বাড়ির ভিতরের নতুন রকমে র ইন্টেরিয়র এর প্রয়োজনীয়তা দরকার পরে। হ্যাফেলে র অনেক রকমে র প্রোডাক্ট আপনাদের কম জায়গার সাথে সাথে ভালো মানের জিনিস যাতে পাওয়া যায়, তার দিকে লক্ষ্য রাখে ।'দি কি চে ন' র নতুন সংযোজনা, যার মাধ্যমে আমরা কম সময়ে অনেক নতুন আবার ভালো জিনিস পেতে পারি ।
হ্যাফেলের ন্যারোবেস ক্যাবিনেট প্রতিটা রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, খাবার হোক কিবা রান্নার বাসন, কাটলারী কিবা
ডিশ, ছোট এপার্টমেন্ট হোক সবকিছুর জন্যই হ্যাফেলের বেস কেবিনেট সবচেয়ে কাজের যেগুলো আপনার দৈনন্দিন জীবনের সব কাজকে আরও সহজ করে তোলে ।লম্বা ইউনিট হিসাবে এর স্টোরেজ খুবই সহজে পাওয়া যাবে । স্টোরেজ স্পেস খুব সহজে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে ।
Copyright © 2026 Pratidin Sangbad. All rights reserved.