প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২১, ১১:২৭ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন, ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বেলাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ শেখ মোঃ হাসান ইমাম, সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ দ্বীন মোহাম্মদ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দরা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ বছর কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ৭৭৪টি কেন্দ্রে ৪ লাখ ৯৬ হাজার ৯৩০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.