আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ল্যাপটপ ও মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ৬টি ল্যাপটপ ও ২৭টি মোবাইলসহ ২ চোরকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের একরামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো কিশোরগঞ্জ সদর উপজেলা নিউটাউন এলাকার মইজ উদ্দিনের পুত্র মোঃ ইমন মিয়া (২২) ও একই এলাকার আঃ রউফ এর পুত্র মোঃ রাজীব ভূঞা (২৪)। সূত্র জানায়, একরামপুর এলাকায় অবস্থিত এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস হতে গত ৩ ডিসেম্বর রাতে মোবাইল ও ল্যাপটপ চুরি হয়। ঘটনার পর থেকেই পুলিশ রহস্য উদঘাটন ও চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং চোরদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।

গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের তৎপরতায় গতকাল মঙ্গলবার দুপুরে একরামপুর এলাকা থেকে ইমন ও রাজীবকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য মতে নিউটাউন এলাকার ভাই ভাই ফল বিতান দোকানের পিছনে সরকারি পুকুরের পাশে মাটির নিচ থেকে ৬টি ল্যাপটপ ও ২৭টি মোবাইল উদ্ধার করে।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চোর ইমন ও রাজীবকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category