প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২২, ৭:৩২ পূর্বাহ্ণ
চৌহালীতে টানা তৃতীয় বার চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী রমজান আলী
মোঃ ফরহাদ হোসেন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়জান ইউনিয়নে টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রমজান আলী। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
গত রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় চৌহালী উপজেলায়।
রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান বেসরকারি ভাবে ঘোষণা করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঘোড়া প্রতীক নিয়ে রমজান আলী ৪৯৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়জান ইউনিয়ন আ'লীগের সভাপতি আক্তারুজ্জামান মন্টু নৌকা প্রতীক নিয়ে ৩২৮৮ ভোট পেয়ে থাকেন।
রমজান আলী গণমাধ্যমকর্মীদের জানান, এ জয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সাথে ঘোড়জান ইউনিয়ন বাসীর কাছেও আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, ঘোড়জান ইউনিয়ন বাসির কাছে আমি আবারও ঋণী হয়ে গেলাম।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.