আজ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জের চৌহালী এনায়েতপুরে অধ্যক্ষকের স্থায়ী বহিস্কারের দাবিতে মানববন্ধন

মোঃ ফরহাদ হোসেন
সিরাজগঞ্জের চৌহালী এনায়েতপুরে অধ্যক্ষের স্থায়ী বহিস্কারের দাবিতে মানববন্ধন করেছে।
অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত এনায়েতপুরের বেতিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আকতারুজ্জামান বাবুকে দুর্গা স্থায়ী বহিস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে প্রতিষ্ঠান ও এলাকাবাসির আয়োজনে
বেতিল সড়কে ঘন্ট্যা ব্যাপী এই মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক মানুষ ফেস্টুন- প্লেকার্ড হাতে উপস্থিত
ছিলেন। এলাকার প্রবীণ মুরুব্বি সাহাবউদ্দিন মহুরী মানববন্ধন পূর্বে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন। এসময় সদিয়া চাঁদপুর ইউনিয়ন আ’লীগের
সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সমাজ সেবক আবদুল মান্নান মোল্লা, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, আবু তারা মিয়া, প্রাক্তন ইউপি সদস্য মহির উদ্দিন ও জামাল উদ্দিন, প্রভাষক আরিফুল ইসলাম ও শিক্ষক কবিরুজ্জামান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, অর্থ আত্মসাৎ সহ বিতর্কিত নানা কর্মকান্ডে জড়িত বেতিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আকতারুজ্জামান বাবুকে সাময়িক ভাবে বহিস্কার করেছে কর্তৃপক্ষ। তারপরও তিনি সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থী ও শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করছেন। এছাড়া কয়েক শিক্ষককে
মারধর ও হত্যার হুমকিও দিয়ে যাচ্ছেন। হুমকির রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ট পরিবেশ নষ্ট হচ্ছে। একারনে ওই অধ্যক্ষকে স্থায়ী বহিস্কারে রাজশাহী শিক্ষা বোর্ডে একটি আবেদন করা হয়েছে। স্থায়ী বহিস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে শিক্ষা
মন্ত্রী ও বোর্ডের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষন করা হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ