কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদীর ফুফা আলহাজ্ব সিরাজ উদ্দীন (১০৭) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ… রাজিউন)। তিনি শুক্রবার সকালে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্নীয় সজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার বাদ জুম্মা চানমারী মড় জামে মসজিদে জানাজার নামাজশেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়। জানাজার নামাজে মহিনন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মনসুর আলী, মহিনন্দ ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি সাদেকুর রহমান ,মরহুমের ছেলে শামসুদ্দিন, মুহাম্মদ আলী, সুরাটী আলিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও আ.কদ্দুছ, মাও.আলী হুসেন.মাও.আ.আলিম,দলিল লিখক মুহাম্মদ আলী সরকার,ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ,সমাজসেবক আতাউর রহমান বাচ্চু, মাসুম বিল্লাহ,খুরশিদ আলম ওয়াসী,মহিনন্দ ইতিহাস ওইতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী,সাধারণ সম্পাদক এনামুল হক শামীম, সহ সাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপন,সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সপ্নযাত্রা সমাজ সংঘের উপদেষ্টা আরিফুজ্জামান নুমান, আহবায়ক জামান,সদস্য সচিব সালাহ উদ্দিন নাইম,কোষাধ্যক্ষ সাবিয়া আলম নাদিমসহ কয়েক হাজার মুসুল্লি উপস্থিত ছিলেন।