প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ১০:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২২, ২:৪১ অপরাহ্ণ
চৌহালীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। চৌহালী উপজেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রতি মাসে এই ধরনের সভার আয়োজন করা হয়। এতে প্রশাসনের সকল কার্যক্রম যথাযথভাবে তদারকি করা হয়।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টার সময় চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে চৌহালী উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, আরও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক অফিসার খালিদ মাহমুদ,উপজেলা সমাজসেবা অফিসার মো: আব্দুল আজিজ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জেরিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, উপ-সহকারী প্রকৌশলী শহিদুর রহমান ও আবাসিক মেডিকেল অফিসার ডা: আবু জাফর প্রমুখ।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.