কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অপ্রাতিষ্ঠানিক পোষাক তৈরী প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা সদরের সাবুতাজ মাহমুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ৭দিন ব্যাপী প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন সদর উপজেলার যুব উন্নয়ন অফিসার জেডএ সাহাদাৎ হোসেন।
বৃহস্পতিবার প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান। এছাড়াও প্রশিক্ষক ছিলেন জাতীয় যুব পদকপ্রাপ্ত রিমা আক্তার, স্বেচ্ছাসেবী সংস্থা যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী ও তাহিরা তাইয়েবা । প্রশিক্ষণে ৩০ জন যুব নারী অংশ নেন।
Leave a Reply