প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৬:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২২, ৮:২২ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিক্সাচালক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় রতন মিয়া (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন । সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের চারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন মিয়া উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের পঁচা মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রতন মিয়া নিজে রিকশা চালিয়ে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক দুর্ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.