আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক হাজার ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট’সহ মেহেদী হাসান শান্ত (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে এসব ইয়াবাসহ আটক করা হয়।
ইয়াবাসহ আটক হওয়া যুবক মেহেদী হাসান শান্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মো. মোস্তফার ছেলে।
র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন আমাদের নতুন সময়কে  বিষয়টি নিশ্চিত করেছেন।গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪  এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারি-খুচরা বিক্রয় করে আসছে।
এ তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ীটির উপর র‍্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।এপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাব-১৪  সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে এক হাজার ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান শান্তকে আটক করা হয়।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ