প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৬:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২২, ৭:৫২ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে শনিবার (১২ ফেব্রুয়ারী) সকালে র্যালি, কেক কাটা, আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মোঃ রেজাউল হাবীব রেজার নেতৃত্বে মডেল থানা মার্কেটের ভোরের আলো সাহিত্য আসরের কার্যালয় থেকে র্যালি বের করা হয়।
পরে একই স্থানে আলোচনাসভার আয়োজন করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মোঃ রেজাউল হাবীব রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা এড. মোঃ নিজাম উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা লায়ন এসএম জাহাঙ্গীর আলম, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক সাদী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম, সমন্বয়ক ডাঃ মোবারক হোসেন খান, সদর ইউনিটের সভাপতি শামসুল মালেক চৌধুরী লিটন,দৈনিক আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি মোঃ ফারুকুজ্জামান, হাকীম মোঃ সুলতান আহমেদ, মানবচেতনার প্রধান সম্পাদক মামুনুর রশিদ, মোঃ হুমায়ুন কবীর রেহান, মাজহারুল ইসলাম,জহিরুল হাসান রুবেল, তানিয়া আক্তার, নাদিয়া জাহান রেজা, সাদিয়া জাহান রেজাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.