প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২২, ৪:৫৫ অপরাহ্ণ
চৌহালীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৩ নং ঘোড়জান ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঘোড়জান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তারা।
ইউপি সচিব শাহাদাতের সঞ্চালনায় এবং নব-নির্বাচিত চেয়ারম্যান রমজান আলীর সভাপতিত্বে অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প:প কর্মকর্তা গিয়াস উদ্দিন ও ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শাহিন সিকদার প্রমুখ ৷
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাহাব উদ্দিন, আব্দুর রউফ, আ: ছালাম, জহুরুল ইসলাম, শাহ জালাল, ছানোয়ার, রাজিব সিদ্দিকী, আলী নুর ও সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছা: লাইলী খাতুন, সাজেদা খাতুন ও হাজরা খাতুন সহ নবনির্বাচিত ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত চেয়ারম্যান রমজান আলী বলেন, তৃতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত করায় অত্র ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপস্থিত সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
Copyright © 2026 Pratidin Sangbad. All rights reserved.