কিশোরগঞ্জ প্রতিনিধিঃ শপথ গ্রহণ করেছেন কিশোরগঞ্জ জেলায় দুই মহামান্য রাষ্ট্রপতির উপজেলার ৮ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহন। বোধবার (১৬ ফেব্রুয়ারী) বেলা ১২টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
অনুষ্ঠানে কিশোরগঞ্জে গত ৫ জানুয়ারী পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জেলার মিঠামইনে ৭ টি ও চতুর্থ ধাপে ভৈরব উপজেলার ১ টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন। নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে মিঠামইন উপজেলার নিবার্হী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর সবুজ, সাংবাদিক ও জেলা প্রশাসনের কর্মকতার্গণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, নবনিবার্চিত ইউপি সদস্যগণ সংশ্লিষ্ট উপজেলায় পৃথক পৃথকভাবে শপথ নিবেন বলেও জানিয়েছেন। যাদেরকে শপথ বাক্য পাঠ্য করানো হয় – মিঠামইন সদর ইউনিয়নের অ্যাডভোকেট শরীফ কামাল, গোপদিঘী ইউনিয়নের আনোয়ার হোসেন, কাটখাল ইউনিয়নের তাজুল ইসলাম, ঢাকী ইউনিয়নের মো. লুতফর রহমান ভূঞা, কেওয়ারজোড় ইউনিয়নের আবুল কাশেম, বৈরাটি ইউনিয়নের তাজুল ইসলাম, ঘাগড়া ইউনিয়নের মোঃ মুখলেছুর রহমান ভূইয়া এবং ভৈরব উপজেলার ছাদিকপুর ইউনিয়নের শফিকুল ইসলাম।