সাফায়েত নুরুল: নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর আঠারবাড়ীয়া গ্রামের প্রায় দুই শতাধিক দুস্থ-অসহায় ও ভিক্ষুকদের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার (২২-২৩ ফেব্রুয়ারী) এ দুইদিন ব্যাপী এ সহায়তা দেয়া হয়। প্রায় দুই শতাধিক অসহায়, দুস্থ ও ভিক্ষুকরা বিভিন্ন এলাকা থেকে এসে আঠারবাড়িয়া গ্রামে জড়ো হয় এ সহায়তা নিতে। নিকলী ও কটিয়াদী উপজেলার কয়েকটি গ্রামের এসব মানুষ এটুকু খাদ্য ও বস্ত্র সহায়তা পেয়েই ভীষণ খুশি হয়েছেন তালিকার বাইরে অনেকে থাকলেও তাদের কাউকে খালি হাতে ফিরে যেতে হয়নি বলে জানা গেছে। সহায়তা প্রদানকারী সাংবাদিক জামশেদ আলী বলেন,যার সহায়তা নিতে এসেছে তারা অভাবের তাড়নায় অনেকেই ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে গ্রহণ করেছেন। অসহায় মানুষগুলো বেঁচে থাকার সংগ্রাম করছেন। তিনি সমাজের বিত্তশালীদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, এরকম সহায়হীন মানুষদের খাইয়ে-পরিয়ে বাঁচিয়ে রাখতে হলে তাদের পূনর্বাসন করতে হবে। সরকারি-বেসরকারি পর্যায় থেকে শুরু করে ধনীদের খোলা মন নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণের স্বার্থে সরকার ও সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসারও আহবান জানান। সহায়তা প্রদান উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত এক আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতিকর্মী নাসরুল আনোয়ার, সমাজসেবী মোঃ লাইছু মিয়া প্রমুখ। সাংবাদিক নাসরুল আনোয়ার তার বক্তৃতায় বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করলে কথিত সমাজপতিদের নানারকম নির্যাতন-নিপীড়ন নেমে আসে। তাদের রক্তচক্ষু উপেক্ষা করেই ভালো কাজের দৃষ্টান্ত দেখাতে হয়। জামশেদ আলী এমনই এক উৎকৃষ্ট উদাহরণ’। তিনি বলেন, ‘তাই বলে এদের ভয়ে থেমে থাকলে চলবে না। জনহিতকর কাজে জামশেদদের মতো সৎ মানুষদের এগিয়ে আসতে হবে’।
Leave a Reply