আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত

 ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিক, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মজিবুর রহমান বেলাল, সাবেক সভাপতি মো: বাদল রহমান, কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, কিশোরগঞ্জ ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনি’সহ বিভিন্ন ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মী। এর আগে এক বর্ণাঢ্য র্যালি বের হয় এবং আলোচনা সভা শেষে শহরের প্রধান প্রধান সড়কে প্রচারণামূলক ট্রাক ‘শো’ এর আয়োজন করা হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ