আজ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে অভিনব কায়দায় দশ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিদিন সংবাদ ডেস্ক:

র‌্যা ব-১৪ এর অভিযানে কিশোরগঞ্জ সদর একরামপুর সিএজি স্ট্যান্ড হতে মোঃ ইসমাইল মিয়া(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মঙ্গলবার ২২ মার্চ দুপুরে অভিযানে মাদক ব্যবসায়ী পাপস দ্বারা তৈরি বালিশ সাদৃস্য ব্যাগের ভিতরে করে অবিনব কায়দায় গাঁজা সরবরাহের সময় একরামপুর সিএজি স্ট্যান্ড হতে দশ কেজি গাঁজা আটশত টাকা ও একটি মোবাইলসেট সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী অভিনব কায়দায় পাপস দ্বারা তৈরী বালিশ সাদৃশ্য ব্যাগের ভিতরে করে মাদক দ্রব্য গাঁজা সরবরাহ করে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি-খুচরা বিক্রয় করে আসছে বলে জানান মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান।

জানা যায় মাদক ব্যবসায়ী ভৈরব থানার ১০নং ওয়ার্ডের চন্ডিবেড় বেপারি পাড়া গ্রামের মৃত পিয়ার হোসেনে ছেলে মোঃ ইসমাইল মিয়া।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে  আসামী মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান।

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category