আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরের আদুরী বেগম আশা এক সঙ্গে ৪সন্তান প্রসব করেছেন।রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ওই নারীর পরিবার সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা সদরের নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সাথে ৮ বছর আগে বিয়ে হয় আদুরী বেগম আশার। দীর্ঘ ৮ বছরেও তাদের কোন সন্তান জন্ম হয়নি।এনিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা। পরে চিকিৎসকের চিকিৎসার এক পর্যায়ে আদুরী বেগম গর্ভবতী হয়ে পড়ে। আলট্রাসনোগ্রাম পরীক্ষায় ধরা পড়ে তার গর্ভে ৪টি সন্তান রয়েছে। চিকিৎসকদের পরামর্শে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়।
সেখানে মঙ্গলবার রাতে ৪টি সন্তান জন্ম গ্রহন করে। এর মধ্যে ৩ জন মেয়ে এবং ১জন ছেলে সন্তান।
মা ও ৪ সন্তানই সুস্থ আছেন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।