প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ণ
স্বাধীনতার মহানায়ক-সৈয়দুল ইসলাম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার
রত্নগর্ভা মা,
জন্ম দিলেন শেখ মুজিবুর
নেই তার উপমা।
শেখ মুজিবুর সোনার ছেলে
মা' মাটিরই তরে,
জুলুম অন্যায় অবিচারে
গেছেন সদা লড়ে।
বীর বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তান
বজ্রকণ্ঠি নেতা,
অনড় অটল দুঃসাহসী
ছিলেন স্বাধীনচেতা।
সোনার বাংলা গড়ার স্বপ্নে
ছিলেন অবিচল,
অগ্নিঝরা ভাষণ তাঁরই
বাড়ায় মনোবল।
মুক্তিকামী বীর বাঙ্গালী
শেখ মুজিবের ডাকে,
শাসকগোষ্ঠী করতে ঘায়েল
ছুটে ঝাঁকে ঝাঁকে।
দীর্ঘ নয়মাস যুদ্ধ করে
বুকের রক্ত ঢেলে,
বিজয় নিয়ে ঘরে ফিরে
বাংলা মায়ের ছেলে।
স্বাধীনতার মহানায়ক
শেখ মুজিবুর ভাই,
মাতৃভূমির মাটির স্পর্শে
তাঁরই দেখা পাই।
কবি-সৈয়দুল ইসলাম
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.