insert-headers-and-footers
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121প্রতিদিন সংবাদ ডেস্ক
কিশোরগঞ্জের চলমান বাংলাদেশ স্কাউটসের ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পে আজ ২৮ মার্চ ২০২২ (সোমবার) সহস্রাধিক রোভার স্কাউট আজ ঘুর্নিঝড় মোকাবেলা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেছে। এসময় তারা ঘুর্নিঝড় মোকাবেলা বিষয়ে প্রদর্শনী অবলোকন করেছেন। দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনী ও হাতে কলমে প্রশিক্ষণে ঘুর্নিঝড় পূর্ববর্তী সতর্কতা, সচেতনতামূলক প্রচারনা, ঘুর্নিঝড় পরবর্তি উদ্ধার কাজ,পূনর্বাসনের নানা রকম প্রশিক্ষণ দেন একদল দক্ষ প্রশিক্ষক। তাছাড়াও রোভার স্কাউটরা দিনব্যাপী প্রদর্শনী ফুটবল ম্যাচ, ফাষ্ট এন্ড ফিউরিয়াস, জ্ঞান জিঞ্জাসা,
মিঠামইনের সৌন্দর্য় বর্ধন ও ফান গেইম নানা ইভেন্টে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতেও যোগদান করেন।
গতকাল ২৭ মার্চ, ২০২২ (রোববার), বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনের মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারী কলেজ প্রাঙ্গনে ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্র্রপতি ও চীফ স্কাউট মোঃ আবদুল হামিদ। ৫দিনের এই প্রশিক্ষণ ক্যাম্পে রোভার স্কাউট, স্কাউটার ও স্বেচ্ছাসেবকসহ সর্বমোট ১৫০০ জন
অংশগ্রহণ করছেন। অংশগ্রহনকারীদের মধ্যে ভারত ও নেপাল থেকে ২৭ জন স্কাউট ও স্কাউটার রয়েছেন। বাংলাদেশ স্কাউটসের পরিচালনায় ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পটি ২৬ মার্চ শুরু হয়েছে যা ৩০ মার্চ ২০২২ শেষ হবে। এই ক্যাম্পে অংশগ্রহণকারী রোভার ছেলে মেয়েরা কিশোরগঞ্জ জেলার নিকলি, ইটনা ও অষ্টগ্রাম উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের সংযুক্ত করে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবে। আকর্ষণীয়, বৈচিত্রময় ও রোমাঞ্চকর কর্মসূচিতে পরিপূর্ণ ৫ দিবসের এই ক্যাম্পে অংশগ্রহণকারীরা সাইক্লোন, হাওরের প্লাবন, অগ্নি নির্বাপন, ভূমিকম্প এবং বিভিন্ন দুর্যোগ মোকাবেলার কৌশল হাতে কলমে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এছাড়াও বৃক্ষরোপণ, মাস্ক বিতরণ, প্রদর্শনী পল্লী পরিদর্শন এবং হাওরের
জীববৈচিত্র পর্যবেক্ষণ করে দুর্যোগ রেসপন্স টিমের সদস্য হয়ে কাজ করার মতো দক্ষ হয়ে উঠবে।
এই ৫ দিন রোভার স্কাউট, স্কাউটার ও স্বেচ্ছাসেবকরা তাঁবুতে অবস্থান করে তাদের কার্যক্রমে অংশগ্রহণ ও পরিচালনা করবে। আগামী ৩০ মার্চ সন্ধ্যায় ক্যাম্পের মহাতাঁবু জলসার মধ্যদিয়ে ৩য় দূর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প-২০২২ শেষ হবে। মহাতাঁবু জলসা ও সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন ডা: এনামুর রহমান, মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামে সরকারের উর্ধতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন।