আজ ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের নারী ডাকাত সাত বছর পর গ্রেফতার

 

গিয়ে গৃহকর্মীকে খুনের ঘটনায় পলাতক নারী ডাকাত সদস্য লাইলীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার র‌্যাব-৭।৮এপ্রিল শুক্রবার হাটহাজারী থেকে গ্রেফতারের কথা জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার আরো বলেন ২০১৫ সালে কিশোরগঞ্জ সদর এলাকায় একটি বাড়ীতে ১০/১২ জন ডাকাত দল বিপুল পরিমাণ স্বর্ণালংকার ওটাকা লুট নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।এবং বাড়ির মালিককে হত্যা করে মরদেহ লুকানোর চেষ্টা করে অভিযুক্তরা।এই ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।এই মামলায় কয়েকজন ডাকাত গ্রেফতারও হয়েছিল।পুলিশ মামলাটি তদন্ত করে ১০জন ডাকাতকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।পলাতক থাকায় লাইলীর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছিল।

মো. নুরুল আবছার অরো বলেন খুনের ঘটনার পর ডাকাত দলের এই নারী সদস্য ৭ বছর চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আত্নগোপন ছিলেন।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ