-
- কিশোরগঞ্জ, সারাদেশ
- কিশোরগঞ্জের পাকুন্দিয়া আ’লীগের দু-গ্রুপের সংঘর্ষ
- Update Time : মে, ১৩, ২০২২, ৫:২৫ অপরাহ্ণ
- 452 View

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। উপজেলার হোসেন্দী ইউনিয়নের একটিভ একাডেমি মাঠের পাশে বিকেল ৩টা থেকে শুরু হয়ে থেমে থেমে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ালশেল নিক্ষেপ করেছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্থনীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টা থেকে হোসেন্দী একটিভ একাডেমি মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। তার পাশেই হোসেন্দী মাঠে যুবলীগও পথসভার আয়োজন করে।
এ সভার আয়োজক উপজেলা যুবলীগের আহ্বায়ক ভিপি হেলাল উদ্দিন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ঘোষণা হওয়ার পর থেকেই বিরোধ চলে আসছে। সেই বিরোধকে কেন্দ্র উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সোহরাব উদ্দিনের সমর্থক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ভিপি ফরিদ উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে হোসেন্দী বাজার সংলগ্ন একটিভ একাডেমি কিন্ডারগার্টেন মাঠে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন চলাকালে এমপি নূর মোহাম্মদের সমর্থকরা সম্মেলনে নষ্ট করতে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এ হামলায় আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলা প্রতিহত করে সম্মেলন করা হয়েছে
এই ক্যাটাগরিতে আরো সংবাদ