আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

রৌমারীতে গলা কেটে মা-ছেলেকে হত্যা 

 

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে মা-ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার ২১ মে সকালে  উপজেলা সদর ইউনিয়নের নতুনবন্দর হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন হাফসা আকতার (২৬) ও তার ছেলে হাবিব (৫)। স্হানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির সময় উপজেলার নতুনবন্দর হাজিপাড়া এলাকার একটি পুকুর পাড়ের পূর্ব দিকে ধান ক্ষেত থেকে চিৎকার শুনতে পেয়ে এলাকার লোকজন দেখতে পান, শিশু হাবিবের গলাকাটা মরদেহ।পাশেই তার মা হাফসাকে গলাকাটা অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রৌমারী থানার পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে থানায় ও মুমূর্ষু অবস্থায় তার মাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।পরে অবস্থার অবণতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোন্তাছের বিল্লাহ জানান, ঘটনাস্থল থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category