আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিক্ষকরা দাওয়াত খেতে যাওয়ায় ৫ ঘন্টা তালাবদ্ধ শিক্ষার্থীরা

 মাহবুব আলম রানা : নওগাঁ মান্দায় স্কুলের কক্ষে ছাত্রছাত্রী রেখে তালাবদ্ধ করে দাওয়াত খেতে যান প্রধান শিক্ষকসহ সকল শিক্ষিকা। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে ১১ টার দিকে উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা ৮৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগমসহ সকল শিক্ষিকা সিঁহাট্টা স্কুলে দাওয়াত খেতে যান। এতে দীর্ঘ ৫ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও স্কুলে শিক্ষিকেরা ফিরে না আসায় ছাত্রছাত্রীদের মধ্যে আতংক বিরাজসহ কান্নাকাটি ও চিৎকার শুরু করলে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকেরা স্কুলের গেটের এসে তালা ঝুলানো থাকায় কোমলমতি ছাত্রছাত্রীদের উদ্ধার করতে না পারাই শিক্ষকের সাথে যোগাযোগ করেন।৪.৩০মিনিটে এসে তালা খুললে ছাত্র-ছাত্রীরা বেরিয়ে আসে এবং ছাত্র উরগে তোপের মুখে পড়ে প্রধান শিক্ষিকা তিনি সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে থাকেন। সহকারী শিক্ষিকা নাজনীন সুলতানা ঘটনা পুরাপুরি সত্যতা স্বীকার করেন। এবিষয়ে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রী রাফিউল,সাকিল,সাথি ও মালেক জানান,প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষিকেরা স্কুলের প্রধান গেটে তালাবদ্ধ করে দাওয়াত খেতে যায়। স্থানীয় বাসিন্দা আশরাফুল, ফারানা ও মমিনুল জানান, বিকাল ৪ টার দিকে স্কুলের ছাত্রছাত্রীদের চিৎকারে তালা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু দুটো তালা দিয়ে যাওয়াই তা সম্ভব হয় না । পানির ব্যাবস্হা না থাকায় মটর চালু করতে গিয়ে এক ছাত্র কারেন্টের শক লাগে এতে করে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আরও আতঙ্ক বিরাজ করে এবং চিৎকার কান্নাকাটি শুরু করে তারা স্থানীয়রা চিৎকার শুনে তাদেরকে উদ্ধার প্রক্রিয়াই তালা ভাঙতে না পারায় ব্যর্থ হন।

পরে প্রধান শিক্ষক এসে তালা খুলে ছেলেদেরকে উদ্ধার করা হয়। সাধারণ জনগণের দাবি, স্বেচ্ছাচারী ও ক্ষমতাবান প্রধান শিক্ষিকা প্রভাবশালী ব্যক্তিরা আত্মীয় হওয়ায় কাউকে পরোয়া করে না, কেউ প্রতিবাদ করতে গেলেও তাকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করে এমন শিক্ষকের হাত থেকে পরিত্রান চাই এলাকাবাসী। এ ব্যাপারে প্রধান শিক্ষিকা জাহানারা বেগম সত্যতা স্বীকার বলেন, আমরা সকল শিক্ষিক মিলে দাওয়াতে গিয়েছিলাম, আসতে দেরি হওয়ায়, সকল ছাত্রছাত্রীদের অভিভাবকের কাছে ক্ষমা চেয়েছি। এছাড়াও ছাত্রছাত্রীদের সাথে কথা বলে স্কুলের গেটে তালাবদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, এইমাত্র শুনলাম কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category