আজ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বগুড়ায় বার্মিজ চাকু সহ গ্রেফতার-২

মিলন হোসেন, বগুড়া প্রতিনিধি বগুড়ার ঐতিহাসিক সাতমাথা থেকে বার্মিজ চাকু সহ ২ জন ছিনতাইকারী কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ২৩ মে রাত ৯ টায় শহরের সাতমাথা এলাকার সপ্তপদি মার্কেটের সামনে থেকে দুই ছিনতাইকারী কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা ২টি বার্মিজ চাকু জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, নারুলী তালপট্টি এলাকার বাবুল ব্যাপারী ছেলে রাজু ব্যাপারী (৩২)। এবং সুলতানগঞ্জ পাড়ার সাইদুর রহমান সালেকের ছেলে সুমন সরকার (৩৫)। বগুড়া সদর পুলিশ ফাঁড়ি সুত্র জানায়, গ্রেফতাকৃত আসামীরা ধারালো বার্মিজ চাকু ব্যবহার করে বগুড়া শহরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ছিনতাই, সহ বিভিন্ন অপরাধ সংঘটন করে থাকেন। সোমবার শহরের সাতমাথা থেকে উক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

আসামী রাজু ব্যাপারীর বিরুদ্ধে ১০টি মামলা এবং আসামী সুমন সরকারের বিরুদ্ধে ০৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আরও একটি করে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category