কিশোরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৬৭টি টিকিটসহ এক টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার সাবু মিয়া(৬৬) রেলস্টেশন সংলগ্ন পূর্ব তারাপাশা এলাকার মৃত হাসু মিয়ার ছেলে। মঙ্গলবার, ৩১ মে রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেলস্টেশন সংলগ্ন পূর্ব তারাপাশা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৬৭টি টিকিটসহ তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি টিকিট কালোবাজারির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।
Leave a Reply