আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিকলীতে রূপসী হাওরে আলম রিসোর্ট শুভ উদ্ভোধন।

শাফায়েত নূরুল,কিশোরগঞ্জের নিকলী উপজেলাটি হল একটি হাওর অধ্যষিত উপজেলা। নিকলী সদর সহ ৭টি ইউনিয়ন নিয়ে এই উপজেলাটি গঠিত। বর্ষা মৌশুমে হাজারো হাজারো পর্যটক নিকলী হাওর দেখতে আসেন। সেই উপজেলারই হাওর রোডে প্রতিষ্ঠিত আধুনিক আবাসিক আলম রিসোর্ট গত শুক্রবার বিকেল ৫ টায় আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্ভোধন করেন পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। এসময় ফিতা কেটে আলম রিসোর্টের জয়যাত্রা শুরু হয়।

এ সময় বাহির থেকে আসা শত শত পর্যটক এই রিসোর্টে নান্দনিক আলোকসজ্জা ঘুরে দেখেন। একই সঙ্গে তারা মনোরম পরিবেশে খাওয়া দাওয়া করেন। এসময় উপস্থিত ছিলেন, ডা: কফিল উদ্দিন আহমেদ, আবু তাপস সাহা, আব্দুল মান্নান, সাংবাদিক মোঃ হেলাল উদ্দিন, সেনা সদস্য আব্দুল কাদির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বর্ষায় নিকলী বেড়ীবাধে পরিবার নিয়ে হাওরের জীব বৈচিত্র উপভোগ করতে এবার নিকলীর আধুনিক আলম রিসোর্টে রাত্রী যাপন করতে পারবেন বলে পরিচালক সাংবাদিকদের জানিয়েছেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ