আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

 

নিজস্ব প্রতিবেদক,কিশোরগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, কিশোরগঞ্জ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মুজিবুর রহমান বেলাল, জেলা পরিবহন মালিক সমিতির সদস্য-সচিব শেখ ফরিদ আহম্মদ প্রমুখ।

সভায় বর্ণাঢ্য আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ