নিজস্ব প্রতিবেদক,কিশোরগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, কিশোরগঞ্জ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মুজিবুর রহমান বেলাল, জেলা পরিবহন মালিক সমিতির সদস্য-সচিব শেখ ফরিদ আহম্মদ প্রমুখ।
সভায় বর্ণাঢ্য আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।