কিশোরগঞ্জের কটিয়াদীতে মালবাহী পিকআপের সাথে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক শিপন মিয়া (২২) ও জামাল মিয়া (৩০) নামে এক সিএনজি যাত্রীসহ দুইজন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় সিএনজির আরো দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছে।
তাদের নাম সবুজ মিয়া (৫০) ও শরীফ মিয়া (২৭)। তাদের আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে সিএনজিচালক শিপন মিয়া জেলার কুলিয়ারচর উপজেলার নূরুল আমিনের ছেলে। এছাড়া জামাল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকার বাসিন্দা।
অন্যদিকে গুরুতর আহত সিএনজির দুইজন যাত্রী সবুজ মিয়া ও শরীফ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে কটিয়াদী উপজেলার ভোগপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিএনজিচালিত অটোরিকশায় করে কিশোরগঞ্জ থেকে জামাল মিয়া, সবুজ মিয়া ও শরীফ মিয়া কটিয়াদীর দিকে যাচ্ছিলেন।
পথে কটিয়াদীর ভোগপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ সিএনজিটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এতে ঘটনাস্থলেই সিএনজিচালক শিপন মিয়ার মৃত্যু হয়।
এছাড়া গুরুতর আহত অবস্থায় সিএনজির তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সেখান থেকে তাদেরকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এছাড়া সবুজ মিয়া ও শরীফ মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।