প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৬:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২২, ১০:২৬ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

-
কিশোরগঞ্জে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসুচি পালন করেছেন সরকারি কলেজের শিক্ষকেরা। ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কমর্রত শিক্ষকদের ওপর হামলা, লাঞ্ছনা ও কটুক্তির প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গুরুদয়াল সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে রোববার (১২ জুন) ঘন্টাব্যাপী কলেজ গেইটে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
কর্মসুচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামালুর রহমান ও শিক্ষক পরিষদ সম্পাদক মো. গোলাম রাব্বানী।
এতে অন্যদের মধ্যে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গুরুদয়াল সরকারি কলেজ ইউনিটের সভাপতি উপাধ্যক্ষ প্রফেসর আ.ন.ম. মুশতাকুর রহমান, সহ-সভাপতি প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ, সম্পাদক সহকারী অধ্যাপক আল আমিন এবং কোষাধ্যক্ষ প্রভাষক মো. আবুল বাশার বক্তব্য রাখেন।
বক্তাগণ গফরগাঁও সরকারি কলেজে কমর্রত শিক্ষকদের ওপর হামলা, লাঞ্ছনা ও কটুক্তির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় কর্মস্থলে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরো কঠোর কর্মসুচি পালন করা হবে।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.