আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

অব্যক্ত অনুভূতি – মাহমুদা শিরীন

প্রচন্ড গরমে শহরের কোনো এক রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘেমে তোমার শরীর ভিজে একাকার।
প্রেমহীন কিছু অগোছালো কথা আমি বলেই যাচ্ছি,ঘন্টার পর ঘন্টা কথা-শুধু অপচয়,অথচ ভালোবাসার কোনো কথাই বলা হয়নি।
——- তুমি কি জানো,আজও অস্তিরতায় ভরা নিদারুণ অপেক্ষায় আছি।
অজানা শংকিত ভয়ে বুক কাঁপছে দুরু দুরু।
——চেয়ে দেখো,চোখে মুখে হাজারো কথার অব্যক্ত, দুচোখে নেশা জাগানো স্বপ্নের আকুতি।
বারবার একাকীত্বে অলস মানসপটে ভেসে উঠে তোমার শ্যামল চেহারা।
সেই দিনের সুন্দর মুহূর্তগুলো আজও আমি কল্পি।
——আর নয় গল্প,এবার তবে আসো মন রঙিন ফানুসের মতোই ভালোবাসার জগতে উড়ে বেড়াই।
কোনো এক অশুভ অপ্রত্যাশিত আক্রমনের জন্য যেনো তোমার আমার ভালোবাসা ভেংগে না যায়।
চলো আবারো কথার মায়ার যাদুতে আটকে থাকি আমরা দুজন দুজনায়।।

ক‌বি মাহমুদা শ‌রিন

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ