আজ ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

নিকলীতে তুষার হত্যার বিবাদীরা মানববন্ধন

শাফায়েত নুরুলঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলার ষাইটধার গৌরাঙ্গ সাহার পুকুরপাড় গ্রামের আসাব মিয়ার ছেলে তুষার( ২৩ )গত ২৬ মে খুন হয়। উক্ত মামলায় ৭১ এর বীর মুক্তিযোদ্ধা চারবারের সাবেক ইউ পি সদস্য জনাব মোঃ চান্দালী মেম্বারকে মামলার প্রধান আসামী করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ১৬ জুন সকাল ১১ টা নিকলী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলার সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও স্থানীয় লোকজন এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে এ মুক্তিযোদ্ধাকে মামলা থেকে অব্যাহতি দিতে হবে। এ সময় শত শত মানুষ মানববন্ধে অংশ গ্রহন করেন ।

সভায় বক্তব্য রাখেন সর্ব জনাব সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজ্জামেল হক আবীর,সাবেক কমান্ডার আবুবকর সিদ্দিক,সাবেক কমান্ডার আহম্মদ আলী, নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সন্তান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ,বীরমুক্তিযোদ্ধা এনায়েত হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম রহমান গোলাপ,বীর মুক্তিযোদ্ধা বাবু সুবাস ভন্দ্র দাস, এ সময় উপস্থিত ছিলেন দামপাড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শেখ হুমায়ুন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ