G-City এর “এক পা দুই পা” গানটি একদিনেই প্রায় ১০ হাজারেরও বেশি দর্শক স্রোতা আয় করে নিয়েছে ইউটিউবে।এই গানটি মূলত লিখা গাজীপুরের র্যাপ গানের জনপ্রিয় শিল্পী EIIN-3X-Aamin Ale-MX MK-MANAM,তাদের নিজের জীবন থেকে নেওয়া বাস্তব ও সত্য অভিজ্ঞতা গুলো বর্ননা করার লক্ষে।
তাদের তৈরি করা “City Gazipur” গানটির পরেই তাদেরকে আর ফিরে তাকাতে হয়নি।প্রতিটি গানেই পেয়েছে লাখো দর্শক শ্রোতাদের ভালোবাসা।ইতিমধ্যে জনপ্রিয় ব্র্যান্ড “Powers” এর সাথেও তাদের একটি প্রজেক্ট করা হয়েছে।আশা রাখছি পূর্বের মতো “এক পা দুই পা” গানটিও তাদের ভক্তদের মাঝে বিশাল জনপ্রিয়তা তৈরি করে নিবে।
Leave a Reply