-
- ইসলাম, কিশোরগঞ্জ
- মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে মহিনন্দে বিক্ষোভ মিছিল
- Update Time : জুন, ১৯, ২০২২, ২:৫৮ অপরাহ্ণ
- 283 View

আমিনুল হক সাদী ঃবিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে মহিনন্দে বিক্ষোভ মিছিল ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হেফাজত চেয়ে দুয়া করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
রবিবার (২০জুন) বিকেলে জেলা সদরের জালালপুর বাজারের থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নীলগঞ্জ তাড়াইল সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। এসময় ভারতের সকল পণ্য বর্জনের আহবান জানান বিক্ষোভকারীরা। বিজেপি দুই নেতা নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দালের শাস্তি দাবি করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, মহিনন্দ মিছবাহুল উলুম কওমি মাদরাসার প্রিন্সিপাল মাও আশরাফ আলী । এসময় মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, সুরাটী ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও.আ.কদ্দুছ, কাসেমুল উলুম কওমি মাদরাসার প্রিন্সিপাল মাও.নুমান আহমেদ, নয়াপাড়া জামে মসজিদের ইমাম মাও শফিকুল ইসলাম শাহজাহান, খালিদ বিন ওয়ালিদ মাদরাসার মাও.দীন ইসলাম,ছাত্র মাও মুকারিম,হাত্রাপাড়া জামে মসজিদের ইমাম মাও কামরুল ইসলামসহ শত শত ধর্মপ্রাণ মুসলমান এ বিক্ষোভে অংশগ্রহণ করেন।
More News Of This Category
Leave a Reply