আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ১৫৩০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প সোমবার (২০ জুন) মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫৩০ পিস ইয়াবা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৪৯০ টাকাসহ সুমি আক্তার (২৭) নামে একজন নারীকে আটক করেছে।

সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ইয়াবাসহ আটক হওয়া সুমি আক্তার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের দরগাহ বেপারিপাড়ার জুয়েল মিয়ার স্ত্রী। সে বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের যশোদল মুসলিমপাড়া গ্রামের বাবার বাড়িতে থাকে।
র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম সোমবার (২০ জুন) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে ১৫৩০ পিস ইয়াবা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৪৯০ টাকাসহ মাদক ব্যবসায়ী সুমি আক্তারকে আটক করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ