আজ ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বন্যা কবলিত এলাকায় চীনা দূতাবাসের ত্রাণ তৎপরতা

চীনা দূতাবাসের পক্ষে বন্যা উপদ্রুত কিশোরগঞ্জের হাওরাঞ্চলের দুর্গত মানুষের মধ্যে ত্রাণ তৎপরতা চালানো হয়েছে। বুধবার (২২ জুন) কিশোরগঞ্জের মিঠামইনে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর এবং ডেপুটি চিফ অফ মিশন মি.ইয়ান হুয়ালং ত্রাণ তৎপরতার নেতৃত্ব দেন। তিনি বুধবার (২২ জুন) দুপুরে কিশোরগঞ্জের মিঠামইনে আসেন। তাকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মেদ তৌফিক ও সরকারি কর্মকর্তাগণ।
ত্রাণ তাৎপরতায় অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর এবং ডেপুটি চিফ অফ মিশন মি.ইয়ান হুয়ালং হাওরে বন্যা কবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি হাওর উপজেলা অষ্টগ্রামের ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন কুতুবশাহী মসজিদও পরিদর্শন করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের হাওরে চলমান ব্যাপক বন্যায় জান-মালের প্রচুর ক্ষতি হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ