আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে বড় ভাইকে কুপিয়ে হত্যায় তরুণ গ্রেপ্তার

 

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. সিয়াম মিয়া (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

গ্রেপ্তারকৃত সিয়াম মিয়া উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের নোমান মিয়ার ছেলে।

বুধবার (২৯ জুন) বেলা ৩ টার দিকে র‍্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে ওই দিন (বুধবার) বেলা ১২ টার দিকে জেলার গৌরীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

এবিষয়ে র‍্যাব-১৪’র কোম্পানী কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় বলেন, গত মঙ্গলবার (২১ জুন) রাত রাত ৯ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের নোমান মিয়ার ছেলে জার্মান মিয়া মাদকের টাকা যোগাড় করতে বাড়িতে থাকা একটি ছাগল নিয়ে যেতে চাইলে বাধা দেন ছোট ভাই সিয়াম মিয়া।

এই নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ধারালো দা দিয়ে জার্মান মিয়ার বুকে কোপ দেন সিয়াম। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসে। পর দিন বুধবার (২২ জুন) বেলা ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এই ঘটনায় গত বুধবার (২২ জুন) রাতে নিহতের বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় সিয়াম মিয়াকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব-১৪’র একটি দল অভিযান চালিয়ে সিয়াম মিয়াকে জেলার গৌরীপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিয়াম মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ