আজ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

নরসুন্দা নদীর প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

 

কিশোরগঞ্জে নরসুন্দা নদীর সীমানা নির্ধারণ, পিলার স্থাপন, দূষণ-দখল বন্ধ করা, কাউনার বাঁধ খুলে দেওয়াসহ সঠিকভাবে খনন করে নদীর প্রবাহ ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ জুলাই) দুুপুরে শহরের বটতলা এলাকায় মানববন্ধনের আয়োজন করে পরিবেশ রক্ষা মঞ্চ (পরম)। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

একই দাবীতে মানববন্ধনে মোট ১১টি সংগঠন একাত্বতা প্রকাশ করেন। এবং দ্রুত নদীর প্রবাহ ফিরিয়ে আনার দাবী জানান। পাঁচ দফা দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন( বাপা) সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা মঞ্চের আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, নিরাপদ সড়ক চাই(নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক রবিন ,ওয়েপের নির্বাহী পরিচালক মিজানুর রহমান রিপন, আমরা সবুজ শরীর চর্চা কেন্দ্রের সভাপতি আইয়ুব আলী খান,অধ্যাপক মাহাবুবুর রহমান, এসএম জাহাংগীর আলম,মুক্তমঞ্চ শরীরচর্চা কেন্দ্রের সভাপতি বাবুল, দুর্বার মহিলা সংস্থার নির্বাহী পরিচালক হাসিনা হায়দার চামেলী বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category