আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মিঠামইনে অত্যাধুনিক হাওড় রিসোর্ট উদ্বোধন

 

কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়নের কামালপুরে রাষ্ট্রপতির বাড়ি সংলগ্ন ঘোড়াউত্রা নদীর তীরে মনোরম পরিবেশে যাত্রা শুরু করেছে অত্যাধুনিক হাওড় রিসোর্ট। মিঠামইনে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এটি দ্বিতীয় রিসোর্ট।

শুক্রবার (৮ জুলাই) বিকালে হাওড় রিসোর্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাওড় রিসোর্টের এমডি মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নূরুজ্জামান, মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হক, মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব নাহিদ পারভীন মনি ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার কৃষিবিদ ড. মো. মুজিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, মিঠামইন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া, জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব, কাটখাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, ঢাকী ইউপি চেয়ারম্যান লূৎফুর রহমান ভূইয়া রুবেল প্রমুখ।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ