আজ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

তুমিহীনা মা গো-জি এম আরজু

তুমিহীনা মা গো-জি এম আরজু

“””””””””””””””””””””””””””
তুমিহীনা মা গো একটি বছর
জীবটা হয়েছে আমার জীবন্ত কবর,
এপার ওপার দুপারের বাসিন্দা আমি
মাঝখানে শুধু বসত করে তুমারেই স্মৃতি।

যে দিকেই যাই যেখানেই তাকাই আনমনে
কেনো জানি ফেরারি মনে হয় নিজেকে,
কোথাও কেহ নেই কিছু নেই শূন্য ভুবন
হতাশার চাদর জড়িয়ে খুজে চলছি মরণ।

অজানা পৃথিবি অজানা পথ একাকী আমি
পাথর সময় পাড়ি দিয়ে,তপাথিও তুমাকে খুজি,
তুমিহীনা মা গো সারাবেলা দহনে পুড়ি
নিদ্রাহীন রাত কাটে,দেখে তুমার ছবি।

ভুকের গভীরে লুকিয়ে রাখতে আমাকে হারানোর ভয়ে
তাই মৃত্যুও পারেনি তোমাকে আমাকে আলাদা করতে,
জানি একা থাকতে তুমাও কষ্ট হয় কবরে
একটু সময় দাও কয়েকটা দিন পরে আসবো তোমার কাছে।
বহু বছর যত্ন করে রেখেছিলে শিকলে বেধেঁ
তাই মিলাতে পারিনি জীবনের অনেকগুলো হিসাব,
আরেকটা বার ঝড় হয়ে উঠবো পৃথিবীর বুকে
জীবন মরণের খেলাটা খেলবো আবাও, থাকনা কিছু পাপ।
তুমিহীনা মা গো চাইনা কিছু বিধাতার কাছে
তোমার বুকে লুকিয়ে রেখো জনম জনম ধরে,
রাতের আধারে তোমার কবরে পাগলামীর ঢেউ খেলে
অচিনপুরে মা ছেলের ভালবাসার ফুল,তাইতো ফুটে উটে।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category