শাফায়েত নূরুলঃ কিশোরগঞ্জের নিকলীর থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফের নেতৃত্বে শুক্রবার বিকেলে নিকলীর নগর বড় বাড়ীর মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে ইকবাল হোসেন (৫৫) এর লাশ ভাসমান অবস্থায় রাষ্ট্রপতি সড়কের পাশে কাঠাখালি ব্রিজের নিচ থেকে পুলিশ উদ্ধার করে। জানাযায়, শুক্রবার সকালে ইকবাল হোসেন প্রতিদিনের ন্যায় নিজ বাড়ী থেকে হাঁটার উদ্দেশ্যে বের হয়ে বাড়ীতে আর ফিরে আসেনি বলে এলাকাবাসী সূত্রে জানাগেছে। নিহত ইকবালের ভাতিজি শরিফা আক্তার সুইটি এই প্রতিবেদকে বলেন, তার চাচা ভোর বেলায় বাসা থেকে বের হয়ে বাড়ীতে আর ফিরে আসেনি। গতকাল বিলেক সারে ৪ টার দিকে তার লাশ ভাসমান অবস্থায় এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সন্ধার পূর্ব মুহুর্তে নিহত ইকবালের লাশ থানায় নিয়ে আসে। পরে পুলিশ নিহত ইকবাল কিভাবে বাড়ী থেকে বের হল সেই জন্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নিয়ে আসেন। নিকলী থানার অসি মনসুর আলী আরিফ নিহত ইকবাল হোসেনের লাশ থানায় নিয়ে এসেছেন বলে উল্লেখ করেন।