র্যাব-১৪ এর সিপিসি-২,অভিযানে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা মোলামখাঁর চর এলাকা থেকে সাড়েআট কেজি গাঁজা, ২৯ পিস ইয়াবা ও ২টি জাল নোট’সহ মাদক ব্যবসায়ী মোঃ কামাল(৩৮)কে আটক করে।
শনিবার (১৬ ই জুলাই) রাত ১০ দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মোলামখাঁর চর এলাকা থেকে সাড়ে আট কেজি গাঁজা ২৯ পিস ইয়াবা ও জাল নোট‘সহ মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১৪ এর সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্প৷
জানা যায় মাদক ব্যবসায়ী মোঃ কামাল মিয়া করিমগঞ্জ থানার মোলামখাঁর গ্রামের মৃত আ: কাদিরের ছেলে৷
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, মোঃ কামাল মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ কামাল মিয়া নিজের রান্না ঘরের মেঝেতে ড্রামে করে
পুতে রাখা সাড়ে আট কেজি গাজা এবং তার দেহ তল্লাশী করে ২৯ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ-৬,৭৯০ টাকা’সহ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয়ের পাশাপাশি জাল নোটের কারবার করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২টি পৃথক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।