আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এলিট পেইন্ট রাবেয়া সিরাজ কিশোর ফুটবলের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক::২১জুলাই চট্টগ্রাম এম,এ আজিজ স্টেডিয়ামে ২১জুলাই, বৃহস্পতিবার বিকেলে এলিট পেইন্ট রাবেয়া সিরাজ কিশোর (অনু.১৫) ফুটবল লিগের উদ্বোধনীতে বেলুন উড়িয়ে ১১টিমের অংশ নেওয়া লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিজেকেএস সাঃ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ,জ,ম নাছির উদ্দিন। সূচনা ম্যাচে নিয়ে মাদারবাড়ি শোভনীয়া ক্লাব২-১ চট্টগ্রাম আলোর ঠিকানা কে পরাজিত করেন। যদিও ম্যাচের প্রথমার্ধে আলোর ঠিকানার ৪নং জার্সি পরিহিত খেলোয়াড় গোল করেটিম কে এগিয়ে রাখেন। বিরতির পরে মাদারবাড়ি শোভনীয়া ক্লাব গোল শোধ করে আরো একটি গোল দিয়ে ২-১ ব্যবধান নিয়ে মাঠ ছাড়েন। তবে শেষ গোলটি রেফারীর ভূল সিদ্ধান্ত ছিল বলে টিমের হেড কোচ বাবর আলী অভিযোগ করেন। উদ্বোধনী সভায় অন্যান্যঅতিথির মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি স্পন্সর প্রতিষ্ঠানের (এলিট পেইন্ট আরসির)ব্যবস্থাপনা পরিচালক , সিডিএফ কমিটির সভাপতি এস.এম শহীদুল ইসলাম ,সাঃসম্পাদক আ.ন.ম ওয়াহিদুল আলম দুলালের সঞ্চালনায়ে সিজেকেএস যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম,সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, ফুটবল সম্পাদক মোঃ শাহাজাহান, সাবেক সম্পাদক মোঃ ইউসুপ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব,সিজেকেএস কাউন্সিলর প্রবীন কুমার ঘোষ, রায়হান উদ্দিন রুবেল, মোঃ জসিম উদ্দিন সহ কর্মকর্তা গণ। প্রধান অতিথি সিজেকেএস সাঃ সম্পাদক আ,জ,ম নাছির বলেন, ক্রীড়াঙ্গনের শৃংখলা বজায় রেখে বিশ্ব ক্রীড়ায় দেশের ফুটবল কে অন্যন উচ্চতায় নিতে আজকের কিশোর ফুটবলারদের প্রতি বিশেষ অনুরোধ জানান।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ