কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এস রাফা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (০৩ আগস্ট) পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালীন গ্রাহক পর্যায়ে পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাণে কম দেয়ার কারণে শ্রীরামদি আলুর স্টোর বাজার সংলগ্ন এস রাফা ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়।
জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে। অভিযান কালে গ্রাহক পর্যায়ে পেট্রোলে ১৩০ এম এল, অকটেনে ১২০ এম এল ও ডিজেলে ১৫০ এম এল কম দেয়ার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এস রাফা ফিলিং স্টেশনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।