প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২২, ১২:১২ অপরাহ্ণ
জি.আর.হায়দারের লেখা-করিস না মন হেলা!

সুখশান্তি আল্লাহর হাতে
মিছে সব ভাবনা
সুখের জন্য দিবানিশি
কতশত জল্পনা।
সুখের আশায় বাঁধলাম
মায়ার এই বাঁধন
ধরাছোঁয়ার বাইরে সব
বাড়ায় জ্বালাতন।
রঙ রসে ভরা যৌবন
ক্ষণিকের তরে
প্রভুর ডাকে যেতে হবে
অন্ধকার কবরে।
হেলায় খেলায় দিন গেল
ডুবে যায় রে বেলা
সঙ্গের সাথী কেউ হবেনা
করিস না মন হেলা!
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.