আজ ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে মেয়ের জামাইকে হত্যার দায়ে শ্বশুরকে যাবজ্জীবন

কিশোরগঞ্জে সৎ মেয়ের স্বামীকে কুপিয়ে হত্যার দায়ের আবু বাক্কার (৬০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব তারাপাশা এলাকার বাসিন্দা।

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবু সাঈদ ইমাম রায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন। সেইসাথে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ের আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণে জানা গেছে, আবু বাক্কারের সৎ মেয়ে শারমিন আক্তারকে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন শহরের বত্রিশ জেলা স্মরণী এলাকার মধুচন্দ্র বণিকের ছেলে উমর ফারুক। এর আগে তার নাম ছিল রুকন চন্দ্র বণিক। বিয়ের পর এ সম্পর্ক মেনে নিতে পারেননি আবু বাক্কার। এরই জেরে ২০১৯ সালের ৩০ মে দুপুরে উমর ফারুককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন আবু বাক্কার। এ ঘটনায় ওইদিনই শারমিন বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় সৎ বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পরে, ২০১৯ সালের ১২ জুলাই আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা এসআই অজিত কুমার সরকার। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্রাপ্ত আবু বাক্কার আদালতে উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ