শাফায়েত নুরুলঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলার দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি ও নিকলী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি, সাংবাদিক মোঃ হেলাল উদ্দিনের মা হাসিনা বেগম (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিন)।গতকাল বুধবার ভোর বেলা উপজেলা নানশ্রী বাঘখালী গ্রামে নিজ বাড়িতে বার্ধক্য জানিত কারণে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য অত্মাতীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ প্রেসক্লাবের কটিয়াদি উপজেলা শাখা সভাপতি মাসুদুল ইসলাম সবুজ সহ নিকলী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা। বুধবার নানশ্রী ঈদগাঁ মাঠে জোহর বাদ জানাযা শেষে তাকে নানশ্রী পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
Leave a Reply