-
- অপরাধ, কিশোরগঞ্জ
- কটিয়াদীতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- Update Time : আগস্ট, ২৭, ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ণ
- 384 View

কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ৭ কেজি গাঁজাসহ মো. লিটন মিয়া (২২) ও বিপুল সাহা ওরফে রিপন মিয়া (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (২৭ আগস্ট) দুই মাদক ব্যবসায়ীকে আদালতে সোর্পদ করেছে কটিয়াদী থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (২৬ আগস্ট) রাতে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাঁজাসহ তাদের আটক করা হয়। আটক হওয়া যুবক লিটন মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের চাঁন মিয়ার ছেলে ও বিপুল সাহা ওরফে রিপন মিয়া হবিগঞ্জ জেলার একই উপজেলার মাছুলিয়া গ্রামের ননী সাহার ছেলে।
কটিয়াদী থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।
এই ক্যাটাগরিতে আরো সংবাদ